রিটার্ন,ওয়ারেন্টি এবং কেন্সেল পলিসি
যে কোন পন্য ঘরে বসে ক্রয় করার পর হোম ডেলিভারি যাবে । পন্য দেখে, বুঝে, ট্রায়াল দিয়ে পেমেন্ট দিন তবে কোন কারনে রিসীভ করার সময় না পেলে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে পন্য অব্যবহৃত অবস্থায় (ব্যবহৃত মনে হলে হবে না ) সরাসরি বা অনলাইনে পন্য পরিবর্তন করে নেয়া যাবে । আর রিসীভ করা পন্য দিয়ে টাকা ফেরৎ নেয়া যাবে না তবে পরিবর্তন করে নেয়া যাবে। পন্য হাতে পেয়ে কোন কারনে পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরৎ দেয়া যাবে। অনলাইনে বুক করা পন্য ১২ ঘন্টার মধ্যে কেন্সেল করা যাবে । কুরিয়ার হয়ে গেলে সেই পার্সেল কেন্সেল করতে হলে ডেলিভারি চার্জ প্রদান করতে হবে । ধন্যবাদ।